Bengali and Pedagogy MCQ Question
Q11. নীচের কোনটি ‘পৃথিবীর’ সমার্থক শব্দ নয়?
(a) বসুধা
(b) ঋক্ষ
(c) ক্ষিতি
(d) অবনী
Q12. নীচের কোন শব্দটি অশুদ্ধ?
(a) বঁধূ
(b) ধুলো
(c)দুরূহ
(d) জাগরুক
Q13. ‘হৃদয়’ শব্দটির পদ পরিবর্তন করলে হয়-
(a) হৃদ্যতা
(b) হৃদ্য
(c) হৃদয়তা
(d) হৃদয়পট
Q14. ‘প্রণাম’ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করুন।
(a) প্র-ণম্ + ঘঞ
(b) প্রণম + যৎ
(c) প্র-ণম + যৎ
(d) প্র-ণাম্ + ঘ
Q15. ‘নিৰ্ণিমেষ’ সন্ধি বিচ্ছেদ করলে হয়—
(a) নিরঃ + নিমেষ
(b) নি + নিমেষ
(c) নির + নিমেষ
(d) নিঃ + নিমেষ
Q16. ‘কনকনে’ কী জাতীয় শব্দ?
(a) ধ্বন্যাত্মক
(b) বিশেষ্য পদ
(c) শব্দদ্বৈত
(d) অনুকার শব্দ
Q17. মুখ চাদের মতো—চাঁদমুখ। কোন প্রকার সমাস?
(a) উপমিত কর্মধারয়
(b) উপমান কর্মধারয়
(c) রূপক কর্মধারয়
(d) সাধারণ কর্মধারয়
Q18. ‘শ্বেতপাথর’ একটি সংকর বা মিশ্র শব্দ এই শব্দটি কোন প্রকার শব্দ নিয়ে গঠিত হয়েছে?
(a) তৎসম শব্দ ও বাংলা শব্দ
(b) তৎসম শব্দ ও বিদেশি শব্দ
(c) তৎসম শব্দ ও বাংলা প্রত্যয়
(d) অর্ধতৎসম শব্দ ও বাংলা শব্দ
Q19. মানুষের চোখের আড়ালে সভ্যজগতের সীমা হইতে বহু দূরে এই সৌন্দর্য কাহার জন্য সাজানাে তাহা জানা নেই। – এটি কোন প্রকার বাক্য?
(a) আবেগসূচক বাক্য
(b) নির্দেশমূলক বাক্য
(c) অনুজ্ঞাসূচক বাক্য
(d) প্রশ্নবোধক বাক্য
Q20. মধু আছে যার। এককথায় প্রকাশ করুন—
(a) মধুর
(b) মধুময়
(c) মধুরতা
(d) মাধুৰ্য্য